আপনজন ডেস্ক : সারা বিশ্বে চলছে করোনা মহামারি। করোনার আক্রমণ শুরু হওয়ার পর থেকে করোনা আবহের মধ্যে যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদেরকে সংবর্ধনা ও সম্মান জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা। পুলিশ, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স চালক, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং সমাজসেবক, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে করোনার মধ্যেও কাজ করে চলেছেন তাদের সংবর্ধনা ও সম্মান জানানোর জন্য আজ মেমারি ১ ব্লকের অন্তর্গত দাদার অনুগামীরা প্রথমেই মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী থেকে শুরু করে বেশ কয়েক জন সিভিক ভলেন্টিয়ারকে ফুলের স্তবক এবং উত্তরীয় পরিয়ে দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা যোদ্ধা পুলিশ কর্মীদের জন্য আগেই ঘোষণা করেছিলেন, গোটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় বিভিন্ন রাজ্যে পুলিশ কর্মীরা বিশেষ গুরুত্বপূর্ণ। ফলে পুলিশ কর্মীদের জন্য পুলিশ দিবসের ঘোষণা করা হয়েছে।
এরপর মেমারি পৌরসভায় হাজির হয়ে সহ পৌর প্রশাসক সুপ্রিয় সামন্তকে সন্মান জানান। যিনি করোনা সংক্রমণের প্রথম থেকে সামনের সারিতে থেকে করোনা মোকাবিলা করতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে করোনার বিরুদ্ধে জয় পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। এরপর তারা মেমারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতাল সুপার থেকে শুরু করে ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স চালক তাকেও সম্বর্ধনা জানায়। এই সংবর্ধনা অনুষ্ঠানের পর এলাকার পরিচিত বিশিষ্ট সমাজসেবী এবং বর্তমান তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের মেমারি ব্লক সভাপতি কৌশিক মল্লিকের বাড়িতে হাজির হয়ে তাকেও সম্বর্ধনা জানান।
সবশেষে বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য তথা যুব নেতা প্রলয় পালকে সম্বর্ধনা দেন অনুগামীরা। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা এলাকায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত সুজন সর্দার, মাফিজ মোহাম্মদের কথায়, তারা দাদার নির্দেশে এই করোনার কঠিন সময়ে যারা নিজের ঘর পরিবার ছেড়ে সব সময় মানুষের পাশে থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct