আপনজন ডেস্ক: বিশ্ব প্রযুক্তিগত উন্নতির দিকে এগিয়ে চললেও মানুষের মধ্যে এখনও মৌলিক চাহিদাগুলি অভাব থেকে গিয়েছে। বিজ্ঞান এগিয়ে চললেও খাদ্য, জল, বাসস্থানের অভাব মেটেনি। মানবসভ্যতার এই অন্ধকার দিক আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই গবেষণা রিপোর্ট। সেখানে বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়বে বিশ্বের ১০০ কোটি মানুষ। তার কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ও পানীয় জলের অভাব এবং প্রাকৃতিক বিপর্যয়। ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি)-এর একটি গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে। তারা বিশ্ব সন্ত্রাসবাদ ও শান্তিসূচক নিয়ে কাজ করে থাকে।
‘ইকোলোজিক্যাল থ্রেট রেজিস্টার’ নামে এই গবেষণা রিপোর্টটি রাষ্ট্রসংঘ ও অন্যান্য বিশ্বাসযোগ্য সূত্রের থেকে পাওয়া সংগৃহীত তথ্যের ভিত্তিতে আটটি তৈরি করা হয়েছে। এদিকে বিশ্ববাসীর জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। একই তারা সঙ্গে কোন কোন দেশ ও অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে তাও উল্লেখ করেছেন গবেষকরা।
জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছ, ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা প্রায় ১০০০ কোটিতে গিয়ে ঠেকবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে সম্পদ নিয়ে কাড়াকাড়ি বাড়বে এবং তাতে সমাজে হিংসা অপরাধ বাড়বে। তাতে সাব-সাহারা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে প্রায় ১২০ কোটি মানুষকে ২০৫০ সালের মধ্যে অভিবাসী হতে বাধ্য করবে। পানীয় জল নিয়ে তাতে মত, ৫০ বছর আগে বিশ্বে সুপেয় পানির পরিমাণ যতটুকু ছিল ২০৫০ সালে তার ৬০ শতাংশ কমে যাবে। আগামী ৩০ বছরের মধ্যে খাদ্যের চাহিদা বাড়বে ৫০ শতাংশ। ভারত ও চিনের মতো দেশগুলিতে সবচেয়ে বেশি জলসংকটে মধ্যে পড়বে বলা আশংকা প্রকাশ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct