আপনজন ডেস্ক: লকডাউনের মধ্যেও সুখবর রাজ্যের উচ্চ শিক্ষিতদের। আলিয়া বিশ্ববিদ্যালয় তাদের এডুকেশন ডিপার্টমেন্টের জন্য সম্পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে। গত ৪ সেপ্টেম্বর আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টে এডুকেশন ও বাংলার জন্য শিক্ষক নিয়োগ করা হবে এনসিটিই ও ইউজিসি নিয়ম অনুযায়ী। আবেদন করার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, ২০২০।
‘ফর পার্সপেক্টিভ ইন এডুকেশন অর ফাউন্ডেশন’ কোর্সের জন্য শিক্ষক নিয়োগে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দরকার কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর সহ সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর ও এমএড। সেই সঙ্গে নেট/স্লেট/সেট উত্তীর্ণ হতে হবে। অথবা ৫৫ শতাংশ নম্বর সহ এমএ (এডুকেশন)ও বিএড এবং সেই সঙ্গে নেট/স্লেট/সেট উত্তীর্ণ হতে হবে।
আর ‘ফর পেডাগগি অফ বেঙ্গলি’ কোর্সের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দরকার কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর সহ বাংলায় স্নাতকোত্তর ও এমএড।এবং সেই সঙ্গে নেট/স্লেট/সেট উত্তীর্ণ হতে হবে।
তবে, এডুকেশন ও বাংলা উভয়ক্ষেত্রে যেসব আবেদনকারী ইউজিসির ২০০৯ অথবা ২০১৬ সালের বিধি অনুযায়ী পিএইচডি করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে নেট/স্লেট/সেট উত্তীর্ণ না হলেও চলবে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সাময়িক চুক্তির ভিত্তিতে সম্পূর্ণ সময়ের জন্য এই নিয়োগ কৃত শিক্ষকরা সাম্মানিক পাবেন মাসে ৩০ হাজার টাকা। নির্ধারিত ফর্মে আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথির সম্মিলিত পিডিএফ পাঠাতে হবে এই aliahrecruitment@gmail.com ইমেইলে। বিস্তারিত তথ্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://aliah.ac.in –এ পাওয়া যাবে।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct