এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্তমান সময়ে কোহলিরা সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ লডর্সের খেলায় ব্যস্ত। এজবাস্টে প্রথম টেস্ট হারার পর লডর্সে দ্বিতীয়টিতেও হারার মুখে। ফলে ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ বিরাট কোহলিরা।এরই মধ্যে আবারও ঘটলো আরও একটা বিপত্তি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের যে মেন্যু দেওয়া হয়েছিল, তাতে অন্যান্য খাবারের পাশে জ্বলজ্বল করছিল বিফ।যা দেখে রীতিমত অপ্রস্তুত হয়ে পড়ে ভারতীয় ক্রিকেটাররা। কারণ, বর্তমান ভারতীয় ক্রিকেট দলে মুহাম্মদ শামি ছাড়া বেশিরভাগ সদস্য হিন্দু। সেখানে ভারতীয় ক্রিকেটারদের খাবার মেনুতে বিফ রেখে বিতর্ক সৃষ্টি করলো ইসিবি। বিষয়টি ভালো চোখে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।এদিন বিসিসিআই নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে সেই খাবারের মেন্যুর ছবি পোস্ট করেছে। যা দেখে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ওঠে সমালোচনার ঝড়। মেন্যুতে পরিস্কার হরফে লেখা ছিল 'ব্রেইসড বিফ পাস্তা' নামে একটি আইটেম। বিফের ওই পদ দেখে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। কেন ভারতীয় দলকে গরুর মাংস দেওয়া হলো? কারণ হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। বলে রাখা ভালো, লাঞ্চের মেন্যুটি ছিল দুই দলের খেলোয়াড়দের জন্যই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct