আপনজন ডেস্ক: আইপিএলের ১৩তম আসর শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। এর আগেই আইপিএল প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির সঙ্গে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন বোর্ড সচিব জয় শাহ। তবে আমিরাতে পৌঁছে ছয় দিনের কোয়রেন্টাইনে থাকতে হবে তাঁদের।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু তথা দমদম বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন বোর্ড প্রেসিডেন্ট। বিমানে ওঠার আগে জোড়া মাস্ক ও ফেসশিল্ড পরে সেলফি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘ছয় মাসে আমি প্রথম ফ্লাইটে চড়লাম। দুবাইয়ে যাচ্ছি আইপিএল-এর জন্য। জীবন এমনটাই।’
প্রসঙ্গত আরব আমিরাতে আইপিএল খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দীপক চাহার ও রুতুরাজ গায়কোয়াড় সহ সিএসকের ১২ জন সাপোর্ট স্টাফ। যার ফলে উদ্বেগ বাড়ে সৌরভ শিবিরের। আইপিএলকে ঘিরে সুরক্ষা ও স্বাস্থ্য বিধি আরও শক্ত এবং আঁটোসাঁটো করেছে বিসিসিআই। প্রস্তুতির কোনো রকমের খামতি রাখতে চাইছেন না বিসিসিআই।
এর আগে আইপিএল প্রস্তুতি খতিয়ে দেখতে ২২শে অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছিল বোর্ডের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। প্রথম দফায় বোর্ডের প্রতিনিধি দল আইপিএলের ভেনু, এবং হোটেলে পরিকাঠামো খতিয়ে দেখেন এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct