আপনজন ডেস্ক: ২০২১ এর শান্তিতে নোবেল পুুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেলের প্রতি বরাবরই মার্কিন প্রেসিডেন্টের টান রয়েছে। অনেকবার শান্তি নোবেল তাঁর প্রাপ্ত এমন কথা বলতে শোনা গিয়েছে। অবশেষে ‘ডিল অব সেঞ্চুরি’ না হোক আমিরাত-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার জন্য মধ্যস্থতা করায় শান্তি নোবেলের জন্য মনোনীত হলেন তিনি।
নরওয়ের রাজনীতিবিদ ও সংসদ সদস্য টাইব্রিং-জেড্ডে এ বছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন। নরওয়ের এই সংসদ সবলেন, ‘ট্রাম্প যোগ্যতার জন্য, আমি মনে করি তিনি শান্তি পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য প্রার্থীদের চেয়ে দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আরও বেশি চেষ্টা করেছেন।’
টাইব্রিং-জেড্ডে নোবেল কমিটির মনোনয়নের চিঠিতে লিখেছেন, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্থাপনে ট্রাম্প প্রশাসন মুখ্য ভূমিকা পালন করেছে। আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সংযুক্ত আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করবে। এই চুক্তি একটি গেম চেঞ্জার হতে পারে, যা মধ্যপ্রাচ্যকে সহযোগিতা ও সমৃদ্ধির অঞ্চলে পরিণত করবে।
নরওয়ের যেকোনো পার্লামেন্ট সদস্য, প্রাক্তন নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য যে কাউকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন। তবে ট্রাম্পের এ মনোনয়ন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নরওয়ের নোবেল কমিটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct