আপনজন ডেস্ক: জীবনের ঝুঁকি নিয়ে করোনা আবহে মানুষের পরিষেবা দিয়ে চলেছেন পুলিশ। পুলিশ দিবসে তারই সম্মানে এক অনুষ্ঠানে হাড়োয়া থানায় সমস্ত পুলিশ আধিকারিক, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশদের সংবর্ধনা দেওয়া হল। এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির পূর্তও পরিবহণ কর্মাধ্যক্ষ এবং খাদ্য কর্মাধ্যক্ষ সফিক আহমেদ মাদার। তার মহান উদ্যোগে ও হাড়োয়া নাগরিক মঞ্চের বিশেষ সহযোগিতায় পুলিশ দিবসে হাড়োয়া থানায় সমস্ত পুলিশ আধিকারিক, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশদের সংবর্ধনা দেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিডিও দিপঙ্কর দাস, হাড়োয়া নাগরিক মঞ্চের সম্পাদক হাফেজ আজিজউদ্দিন, মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের সাংগঠনিক ব্লক সম্পাদক মাওলানা শাহরুল হক, সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্লক সম্পাদক মাওলানা মোখতার মোল্লা।
হাড়োয়া থানার পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খালেক মোল্লা, মাদার সাহেব, আজিজ সাহেবদের ধন্যবাদ জানিয়ে সি, আই মনিময় সিংহ রায় এবং ও, সি বাপ্পা মিত্র বলেন, আজকের এই সংবর্ধনা পেয়ে হাড়োয়ার পুলিশ মহল গর্বিত ও আপ্লুত। হাড়োয়ার বিডিও দিপঙ্কর দাস পুলিশ যে সমাজের বন্ধু এবং দেশ ও সমাজ গঠনে পুলিশ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct