আপনজন ডেস্ক: দূরদূরান্তের অনেক নিট পরীক্ষার্থী এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। নিজের গ্রাম বা শহর থেকে অনেক দূরে যাদের নিট পরীক্ষার সিট পড়েছে তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে সেটাই তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুর শহরে পরীক্ষা কেন্দ্র পড়া এমন পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়াল দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি।
দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির তরফে জানানো হয়েছে, তাদের তৈরি 'কমিউনিটি সেন্টার' এমপাওয়ারমেন্ট হাউসে খুবই কম খরচে সল্প খরচে নিট পরীক্ষার্থীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। তবে গ্ৰামীণ ও দূরবর্তী জেলার কেবল মাত্র ছাত্ররাই এই সুযোগ গ্রহণ করতে পারবে। জায়গা অনুপাতে আগে আসার ভিত্তিতে এই সুযোগ পাওয়া যাবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করাজেটেপারে। ঠিকানা- দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি, দুর্গাপুর সিটি সেন্টার, C-99.
সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের নাম্বার দুটি হল 9434351919 / 8910049878.
email : dmws 2018@gmail. com
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct