আপনজন ডেস্ক: দূরবর্তী ছাত্রছাত্রী যাদের কলকাতা বা সন্নিহিত অঞ্চলে নিট পরীক্ষা কেন্দ্র পড়েছে তাদের অনেকেই ঘর ভাড়া বা থাকার ব্যবস্থা করতে পারছেন না। আবার অনেকে ঘর পেলেও ঘরভাড়ার টাকার সংস্থান নেই। তারা যাতে শহরে এসে নিট পরীক্ষা দেওয়ার জন্য সমস্যায় না পড়ে তাদের জন্য এগিয়ে এল পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি। হিন্দু-মুসলিম-খ্রিস্টান জাতিধর্ম নির্বিশেষে নিট পরীক্ষার্থী মাত্রেই তাদেরকে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।
এ ব্যাপারে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে এক নোটিশে জানানো হয়েছে, যেসমস্ত নিট পরীক্ষার্থীর কলকাতা বা সন্নিহিত অঞ্চলে পরীক্ষা কেন্দ্র পড়েছে তাদের সুবিধার্থে ভিআইপি রোডে হজ টাওয়ার(কৈখালি, ভিআইপি রোড, কলকাতা-৫২) এবং পার্ক সার্কাসের হজ হাউস (২৬-বি দিলখুশা স্ট্রিট, কলকাতা-১৭) ঠিকানায় থাকার সুবন্দোবস্ত করা হয়েছে।
রাজ্য হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ নকি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যেসব গ্রামীণ ও দূরবর্তী জেলার প্রার্থী ২০২০ সালের নিট পরীক্ষা কলকাতায় দেবেন ১৩ সেপ্টেম্বর, তাদের জন্য থাকার ব্যবস্থা করেছে রাজ্য হজ কমিটি। প্রয়োজনে বিশদ জানার জন্য সৈয়দ নাইয়ার ইকবাল হাশমি (মোবাইল নং: ৯৮০৪৫২২৩৪৩, হোয়াটসঅ্যাপ নং: ৮৩৩৪৯৯১১১১), ইমেইল: wbshc2011@gmail.com) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন্।
হজ আধিকারিক সূত্রে জানা গেছে, নিট পরীক্ষার্থী মাত্রেই তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের কোনও ধর্ম হয় না। যে কোন্ও ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের হজ হাউসে থাকার বন্দোবস্ত করে রাজ্যের সম্প্রতির ঐতিহ্য আরও সুমহান করতে চায় হজ কমিটি।
উল্লেখ্য, ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিট পরীক্ষা স্থগিতের আবেদন জানালেও তা খারিজ হয়ে গেছে। এর ফলে নির্ধারিত ১৩ সেপ্টেম্বর নিট অনুষ্ঠিত হবে। তবে, রাজ্যের নিট পরীক্ষার্থীদের অনেকে সমস্যায় পড়তে পারে যারা দূরবর্তী এলাকার। কারণ, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন। আর ১৩ সেপ্টেম্বর পরীক্ষা। তাই পরীক্ষা কেন্দ্রে আসতে তাদেরকে যেমন সত্যিই সমস্যায় পড়তে হতে পারে।
অন্যদিকে সবচেয়ে বেশি চিন্তা জেলার পরীক্ষার্থীদের যাদের অনেক দূরে পরীক্ষা কেন্দ্র পড়েছে। যেমন যাদের মালদা কিংবা মুর্শিদাবাদ তাদের অনেকেরই কলকাতায় বা হাওড়ায় পরীক্ষা কেন্দ্র পড়েছে। এই ধরনের পরীক্ষার্থীরা সবচেয়ে মুশকিলে পড়েছে। কারণ, তাদেরকে আগেই চলে এসে থাকতে হবে। ওই দিনে দূর থেকে আসা মুশকিল। কিন্তু তাদের ঘর পেতে সমস্যা হচ্ছে। করোনার কারণে কোনও বাড়িওয়ালাই এই মুহূর্তে দু একদিনের জন্য বাইরের কাউকে থাকতে দিতে রাজি হচ্ছে না। তাদের ক্ষেত্রে হজ হাউজে থাকার বন্দোবস্ত প্রভূত কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct