আপনজন ডেস্ক: ফের রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দিয়েছে মায়ানমার সেনাবাহিনী। একই সঙ্গে দুজনকে গুলি করে হত্যা করেছে। কিউকতাউ শহর এলাকার ইয়াঙ্গুন-সিত্তওয়ে সড়কের পাশে অবস্থিত গ্রামে আগুন দেয় মায়ানমারের সেনাবাহিনী। জানা গিয়েছে, ফায়ার পাউং এবং তাউং পাউক গ্রামে কমপক্ষে ১৭০টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর ফায়ার পাউং গ্রামে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। বরাবরের মতো এবারও গ্রামে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে মায়ানমার সেনাবাহিনী। তাদের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানান, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মাধ্যমে পুলিশ বহনকারী একটি সামরিক গাড়িতে হামলা চালায় আরাকান আর্মির সদস্যরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। তবে গ্রামবাসীরা জানান, হান মাং থেইন (৩৫) এবং মং নিন্ট উইন (২৫) নামে নিহত দুই ব্যক্তির আরাকান আর্মির সঙ্গে কোনো যুক্ত ছিল না। নিহত মং নিন্ট উইনের বাবা ইউ নিয়ো মাং হ্লা থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দিকে বলেন, ‘কাজ শেষে সন্ধ্যায় বাইকে করে আমার ছেলে বাড়ি ফিরছিল। এসময় কিউকতাউয়ে সেনা সদস্যদের মুখোমুখি হয় সে। তারা তাকে পথ দেখাতে বলে। এরপর গ্রামের কাছে একটি বিস্ফোরণ হয়। তারপর সামরিক ট্রাকগুলো গ্রামটিকে ঘিরে ফেলে। আগুন দেওয়ার আগে বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলে সৈন্যরা। এরপর সৈন্যরা ঘরের মালামাল লুট করে এবং বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct