আপনজন ডেস্ক: সমাজকর্মীদের মুক্তির দাবিতে মানবাধিকার কর্মীদের সভা বাতিলের অভিযোগ উঠল এ রাজ্যে। আজ মঙ্গলবার বিকেলে বহরমপুরে এনআরসি বিরোধী সংহতি-কে পথসভা করতে দিল না বহরমপুর থানার পুলিশ, এই অভিযোগ জানিয়েছেন আয়োজকরা।
জানা গেছে, বিজ্ঞানী ও সমাজকর্মী পার্থসারথী রায় কে এনআইএ এর সমন জারির বিরুদ্ধে, ভারভারা রাও, শারজিল ইমাম, সঞ্জীব ভাট সহ মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে এবং মেরুনা মূরমূ কে অপমান করার প্রতিবাদে পথসভা করতে চেয়েছিল এনআরসি বিরোধী সংহতি নামে এক মানবাধিকার সংগঠন। তা পুলিশের আপত্তিতে হতে পারেনি বলে অভিযোগ করেছেন এনআরসি বিরোধী সংহতি র অন্যতম আহ্বায়ক রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী জানান সভাসমিতি করার জন্য অনুমতি চাইলে পুলিশ অনুমতি দিচ্ছে না। আবার অনুমতি ছাড়া কর্মসূচি করতে দিচ্ছে না। আমাদের ধারণা রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পুলিশ এ আচরণ করছে। আসলে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন জানানো হয়নি। আর করোনা সংক্রমণের সতর্কতা অবলম্বনে জমায়েত করা বিপদজনক হতে পারে। সেই ঝুঁকি না নেওয়ার কারণে পথসভায় অনুমতি দেওয়া হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct