আপনজন ডেস্ক: দেশজুড়ে করোনা সংক্রমণ কেন্দ্রের শাসক দল বিজেপিকে বেকায়দায় ফেলেছে। তার উপর সম্প্রতি জেইই মেইন ও নিট পরীক্ষা স্থগিত নিয়ে কংগ্রেস, তৃণমূল ও অন্যান্য বিরোধী দল কাছাকাছি আসায় বিজেপি সেটাকে ভালো চোখে দেখছে না বলে সূত্রের খবর।। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সখ্যতা দেখিয়েছেন তা ভাবিয়ে তুলেছে বিজেপিকে।
বিজেপির এই আশঙ্কার কারণেই নিট ও জেইই পরীক্ষা কেন্দ্রীয় সরকার স্থগিত করেনি বলে পর্যবেক্ষক মহল মনে করছে।
বিজেপির আশঙ্কার মূলে বিরোধী দলগুলির একসঙ্গে জোট বাঁধার প্রচেষ্টা। বিরোধীরা জোট বাঁধলে বিজেপি যে কটি কারণে সিঁদুরে মেঘ দেখছে তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের পরিস্থিতি। বিজেপি নেতৃত্বও আশা করে বসে আছে, ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ফের যদি কংগ্রেস তৃণমূল একজোট হয় তাহলে ভোট কাটাকাটিতে বিজেপি সুবিধা পাবে না। কারণ, শুধু সিপিএমের ভোটে বিজেপি যে তেমন সুবিধা নিতে পারবে বা তা বুঝেই গেছে।
বিজেপি এই আশঙ্কা করলেও সোনিয়া ও মমতার সখ্যতার পিছনে অন্য কারণের কথা সামনে আসছে। একটি মহল বলছে, কংগ্রেস আর সিপিএমের জোট ভাঙাই লক্ষ্য মমতার। এই জোট ভাঙতে পারলে তৃণমূল সুবিধা পাবে। সেই সঙ্গে কংগ্রেসে যে ভাঙন ধরিয়েছিল তা অব্যাহত রাখতে পারবে। ফলে কংগ্রেস কর্মীরা হতাশ হয়ে বসে গেলেও তৃণমূল ফায়দা পেতে পারে বলে অনেকে মনে করছেন। মমতা কেন্দ্রে কংগ্রেসকে সমর্থনের আশা দিয়ে রাজ্যে বিজেপিকে রুখতে পারলে বিরোধী জোটকেও বার্তা দিতে পারবেন বিজেপির জয়যাত্রা তিনি আটকাতে পারেন। সেক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গে যেমন ধাক্কা খাবে তেমনি কংগ্রেস ও সিপিএম জোট মিলে রাজ্যে বিরোধী শক্তি হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকেই যায়। তাই একদিকে বিজেপিকে রক্ষা আর অন্যদিকে কংগ্রেস সিপিএম জোট না বাঁধা দুটোকেই ঢাল করতে চাইছে তৃণমূল। সেজন্যই সোনিয়ার সঙ্গে মমতা ভাব বাড়িয়ে তার মন পেতে চাইছেন বলে কংগ্রেসের একটি মহল মনে করছে।
এমনিতেই কংগ্রেসের শক্তি ধরে রাখতে এ রাজ্যে তারা সিপিএমের সঙ্গে চলতে চাইছে। একই ব্যাপার প্রযোজ্য সিপিএমের ক্ষেত্রেও। তাই র্ষজয় সিপিএম ও কংগ্রেস চাইছে যেকোনো ভাবেই যেন সোনিয়া রাজি না হন যে বাংলায় বিধানসভা নির্বাচনে মমতার সঙ্গে জোট করার। তাহলে ভবিষ্যতে তৃণমূল ও বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষদের তারা এক ছাতার তলায় আনতে পারবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct