আপনজন ডেস্ক: অনলাইনে ভুয়ো খবর যাচাই করাই ছিল তাঁর কাজ। সেটাই হয়তো কাল হল অল্টনিউজের কো-ফাউন্ডার মুহাম্মদ জুবায়ের। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি ও রায়পুরে তাঁর বিরুদ্ধে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। জুবায়ের অপরাধ হল, ট্যুইটার এক ব্যক্তির ডিসপ্লে ছবির বিরোধিতা করে ছিলেন।
কি ছিল সেই পোস্টে?
গত ৬ সেপ্টেম্বর জগদীশ সিংহ নামে এক ব্যক্তি তাঁর ট্যুইটার হ্যান্ডেল @ জেএসএনএইচ 2252-এ একটি নাবালিকার ছবি পোস্ট করেন। সেখানে জগদীশ সিংহকে বলেন, “হ্যালো জগদীশ সিং। আপনার কিশোরী নাতনি কি জানে, যে আপনার পার্টটাইম কাজ হল সোস্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করে লোকেদের হেনস্তা করা? আমি আপনাকে আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করার পরামর্শ দিচ্ছি। তবে জুবায়ের মন্তব্য করতে গিয়ে ছবিটি পুনরায় পোস্ট করেছিলেন এবং সেই নাবালিকার মুখ অবচ্ছা করে দেন।
জুবায়ের মামলাগুলিকে "অবজ্ঞাপূর্ণ" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি আইনত তাদের জবাব দেবেন। এদিকে অল্টনিউজ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, "আইনি ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবায়েরকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে।"
অনেকের দাবি করেছেন নাবালকদের ছবি দেওয়া যদি জুবায়েরের অপরাধ হয়,তাহলে জগদীশ একই অপরাধ করেছেন। কারণ জুবায়ের নাবালিকার ছবি অস্পষ্ট করে দিলেও জগদীশ তা করেননি। আর তাতেই আপত্তি করেছিলেন জুবায়ের।
কারণ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অনুযায়ী নাবালকের ছবি এই ভাবে প্রকাশ করা আইনত অপরাধ। কারণ এতে শিশুরা মানসিক ভাবে আঘাত পেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct