আপনজন ডেস্ক: একবছর পূর্ণ হল মিশরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুরহুম মুরসির পুত্র আব্দুল্লাহর। মাত্র ২৫ বছর বয়সেই তাঁর ইন্তেকাল হয়েছে। এটিকে স্বাভাবিক হার্টঅ্যাটাকে মৃত্যু বলে চালানোর চেষ্টা করা হলেও অনেকে এই যুক্তি মনতে চাননি। কারণ অনেকেই দাবি করেছেন, মুরসি বংশকে চিরতরে সরিয়ে ফেলার জন্যই আল সিসির মত স্বৈরাচারি সরকার আব্দুল্লাহকে খুন করিয়েছে।
কি ভাবে হয়েছে এই জঘন্য কাজ ? সেটির উত্তর খুঁজেছেন কায়রোর আইনজীবী আবদেলমোমেন আবদেলমাকসুদ। তিনি মরহুম আব্দুল্লাহ মুরসির আইনজীবী। তাঁর দাবি, বন্ধুর সঙ্গে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ মুরসির হার্ট অ্যাটাক হয়ে ছিল। সেই সময় আল ওয়াহা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বহু চেষ্টার করেও তাঁকে বাঁচানো যায়নি। কিন্তু বিশেষ সূত্র থেকে আমি খবর পেয়েছি, যে আব্দুল্লাহ মুরসিকে মৃত অবস্থাতেই ওই দিন যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ।
মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির পরিবারের আইনী পরামর্শক হিসাবে কাজ করা একটি ব্রিটিশ তদন্তকারী দল জানিয়েছে, যে এক বছর আগে তার কনিষ্ঠ পুত্রকে "একটি প্রাণঘাতী পদার্থ" দ্বারা হত্যা করা হয়েছিল বলে বিশ্বাসযোগ্য তথ্য তাঁরা পেয়েছেন।
গের্নিকা ৩৭ ইন্টারন্যাশল জাস্টিস চেম্বারস নামে ব্রিটিশ ওই আইনজ্ঞ দলের প্রধান টবি ক্যাডম্যান দাবি করেছেন,এই ঘটনা নিয়ে এখন যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা নিশ্চিত হয়ে দেখা যাচ্ছে যে একটি মারাত্মক পদার্থের ইনজেকশন দেওয়ার ফলে আবদুল্লাহ মরসির মৃত্যু হয়। তাঁকে গাড়িতে করে ২০ কিলোমিটারেরও বেশি দূরত্বে একটি হাসপাতালে নিয়ে হয়ে ছিল এবং তাকে আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়নি, ইচ্ছাকৃতভাবে, এই ঘটনা ঘটানো হয়ে ছিল,যাতে তাঁর পথে মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct