আপনজন ডেস্ক: ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা বর্তমান ফুরফুরা শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর হযরত মাওলানা কলিমুল্লা সিদ্দীকি সোমবার রাত দেড়টা নাগাদ ৭৯ বছর বয়সে পরলোকগমন করেছেন। তাঁর দুই পুত্র পীরজাদা সাইফুল্লা সিদ্দিকী, তিবিয়ান সিদ্দিকী, স্ত্রী, চার কন্যা বর্তমান। আগামীকাল বুধবার বেলা দুটো নাগাদ ফুরফুরা শরীফে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরলোকগত পীরের পুত্র পীরজাদা মাওলানা সাইফুল্লা সিদ্দিকী ও পীরজাদা তিবিয়ান সিদ্দিকী জানান।
ফুরফুরার সবচেয়ে বয়স্ক পীরের মৃত্যুতে ফুরফুরা সহ মুসলিম মহলে শোকের ছায়া নেমে এসেছে। পীর কলিমুল্লা সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সংখ্যালঘু নেতা ও বিধায়ক ইদ্রিস আলী, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, সারা রাজ্যের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব।
জানা গেছে প্রয়াত পীর কলিমুল্লা সিদ্দিকী ইসলামের পাবন্দি ছিলেন। সারা জীবন ইসলামী বিধান অনুযায়ী চলায় ছিল তাঁর অন্যতম পাথেয়।
পীর কলিমুল্লা সিদ্দিকীর জন্ম ১৯৪১ সালে। ১৯৬৮ সালে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে 'টাইটেল' (মাওলানা) পাশ জরেন বলে জানা গেছে। কুরআন ও হাদিস সম্বন্ধে তাঁর ছিল অগাধ পান্ডিত্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct