আপনজন ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনাদের হামলায় ইরানের কমান্ডার জেনারেল সুলেইমানির হত্যার প্রতিশোধের আগুন ইরানিদের মন থেকে যেন মুছে না যায়, সেই জন্য ডিজিট্যাল প্ল্যাটর্ফমকেই হাতিয়ার করছে ইরান। রেভিলিউশনারি গার্ডের নিহত কমান্ডার সুলেইমানিকে নিয়ে অ্যান্ড্রয়েড গেম তৈরি করা হয়েছে সেদেশে।
এটা একটি স্ট্র্যাটেজি গেম। ‘ক্যাফে বাজার’ নামে অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেসে এই গেম একমাত্র পাওয়া যাচ্ছে। ২০১১ সালে ইরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দেশীয় এই অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেস তৈরি করা হয়। এই গেমটির নাম রাখা রয়েছে ‘ সারদার দেলহে’। ফার্সি ভাষার রাখা হয়েছে এই নাম, যার অর্থ ‘হৃদয়ের কমান্ডার’।
এই সপ্তাহের শুরুতে, আল-আরবিয়ার একটি রিপোর্ট জানিয়ে ছিল, ইরানি গেমিং সংস্থা ‘ইরান বাজি’ একটি ইরানি বোর্ড গেম তৈরি করছে, যা একই ধারণার উপর ভিত্তি তৈরি।
কাশিম সুলেইমানিকে এই ভাবে অকালে হারিয়েও ইরান ও তাঁর মিত্ররা এগিয়ে চলেছে বলে জানিয়েছে বলে জানিয়েছে ‘ইরান বাজি’ কর্তৃপক্ষ। তারা ওয়েবসাইটে গেমটি সম্পর্কে বলেছেন, "স্বস্তি ও মজা করার পাশাপাশি সন্ত্রাসবাদী আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে গেমটি খেলে ইরানি যুবক এবং কিশোররা শত্রুর সঙ্গে লড়াই করার জন্য তাদের সময় এবং শক্তি ব্যয় করতে পারবে।" তারা আরও জানিয়েছে, এই গেমটি দশ বা তার উর্ধ্বে বয়সীদের জন্য উপযুক্ত।
রাষ্ট্রসংঘের সিনিয়র তদন্তকারী এই হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত বলে অভিহিত করেছেন। তাঁদের অভিযোগ অনুসারে জেনারেল সুলেইমানির হত্যাকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের কুদস বাহিনীর এই কমান্ডার কনভয়ের ওপর ড্রোন হামলা চালায় মার্কিন সেনা। সেই হামলাতেই নিহত হন কমান্ডার সুলেইমানি। প্রিয় কমান্ডোরকে হারানোর যন্ত্রণায় গর্জে উঠেছিল গোটা ইরান। তাঁর রক্তের বদলা নেওয়ার জন্য আমেরিকাকে ‘ফল ভুগতে হবে’ বলে হুমকিও দিয়ে ছিল ইরান। এই ভাবে গেমের মধ্যেই বদলার আগুন জিইয়ে থাকবে ইরানি জনমনে।