আপনজন ডেস্ক: আজ মঙ্গলবার, বিশ্ব সাক্ষরতা দিবস। বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে। কয়েকটি দেশ ছাড়া বাকি দেশগুলিতে পঠন-পাঠন প্রায় বন্ধ। সংক্রমণ ছড়ানোর ভয়ে শিক্ষালয়গুলি খোলার ঝুঁকি নিতে চাইছে না প্রায় সমস্ত দেশের সরকার। তাতে তৈরি হয়েছে আগামী প্রজন্মের জন্য শিক্ষা সংকট। অনলাইনে পঠন-পাঠন চালু থাকলে তা যথাযথ নয় বলে মানছেন অনেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে পরিয়ায়ী শ্রমিকদের বাচ্চাদের বিনামুল্য শিক্ষা দিচ্ছেন কর্ণাটকের এই পুলিশকর্মী।
বেঙ্গালুরু সাব ইন্সপেক্টর শানথাপ্পা জাদেমনাভর এখন সকলের রোল মডেল হয় উঠেছ। একাধারে তিনি করোনা যোদ্ধা, অন্য দিকে তিনি দুস্থদের শিক্ষাদাতা হয়ে উঠেছেন। পুলিশের দায়িত্বের পাশাপাশি দুস্থ পরিয়ায়ী শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা দিয়ে তাদের ভবিষ্যতকে আলোমুখী করছেন।
স্কুল বন্ধ। অনলাইনে চলছে ক্লাস। যেখানে দুমুঠো খাবার পয়সা নেই, সেখানে অলাইনে শিক্ষালাভ বিলাসীতা। তাই, শিক্ষা থেকে যাতে পরিযায়ী শ্রমিকদের সন্তানরা বঞ্চিত না হয়, সেই জন্য প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের আস্তানায় পৌঁছে যান সাব ইন্সপেক্টর শানথাপ্পা। স্বয়ং সেখানে শিক্ষা দেন। সামাজিক দূরত্বের বিধি মেনে, মাস্ক স্যানিটাইজার সহযোগে ২৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে চলে তাঁর ক্লাস।
শানথাপ্পা বলেছেন, অভিবাসী শ্রমিকদের বাচ্চাদেরও লেখাপড়ার অধিকার রয়েছে। এরা তাদের দোষ নয় যে তারা স্কুলে যেতে পারে না বা অনলাইনে পড়াশোনা করতে পারে না। আমি চাই না এই শিশুরা তাদের পিতামাতার সঙ্গে এই বয়সে কাজ যোগ দিক। আমি চাই তারা পড়াশুনা করুক। শিক্ষা আমার জন্য একটি অগ্রাধিকার।আর তা প্রদান করা আমার একটি নৈতিক দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct