আপনজন ডেস্ক: জনপ্রিয় অনলাইন গেম পাবজিসহ প্রায় ১৫০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। গেমটি নিষিদ্ধ হওয়ার মাত্র ২দিন পরেই প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার হারিয়েছে পাবজির মালিকাধীন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয় বৃহৎ শেয়ার হারানোর রেকর্ড গড়লো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গত মাসে আমেরিকার প্রতিষ্ঠানটির মালিকানাধীন উইচ্যাট নিষিদ্ধ করা হলে ৬৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার হারায় টেনসেন্ট। এর আগে, ২০১৮ সালে পাবজি ভারতের বাজারে প্রবেশ করে। নিষিদ্ধ হওয়ার আগে গেমটির মোট ব্যবহারকারীর ২৪ শতাংশ ব্যবহারকারী ছিল ভারতীয়। জানা গিয়েছে, ভারতে নিষিদ্ধ হওয়ার প্রথম দিনেই টেনসেন্ট ২ শতাংশ ও দ্বিতীয় দিনে ৩ শতাংশ শেয়ার হারিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct