চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলিমদের ঈদ। রমযান মাস শেষ হতেই শওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ঈদ উল ফিতর বা রোযার ঈদ হয়। একই ভাবে ঈদ উল আযহা বা বকরিদ নির্ভর করে যিলহজ মাসের চাঁদের উপর। সৌদি আরবে শনিবার সন্ধ্যায় যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তার ফলে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদ উল আযহা। শনিবার সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে যিলহজ মাসের যে চাঁদ দেখা গেছে তা নিশ্চিত করেছে। তাই আগামী ২১ আগস্ট পালিত হবে পবিত্র হজ। হজের অংশ হিসেবে হাজিরা ১৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ১৯ আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা।
২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হবে। হজের খুতবা শেষে জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করবেন হাজিরা। সেদিন সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন এবং শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপের জন্য তা সংগ্রহ করবেন। এভাবে একে একে হজ প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, সাধারণত আমাদের দেশে সৌদি আরবের পরদিনই ঈদ উদযাপিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct