আপনজন ডেস্ক: লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের পুরো টাকাই যাত্রীদের ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। এর ফলে কিছুটা স্বস্তিতে দেশের সাধারণ মানুষ। লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের পুরো টাকাই যাত্রীদের ফেরত দিতে হবে বলে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কোনও বিমানসংস্থা যদি টাকা ফেরত না দিতে পারে, সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ পর্যন্ত ওই দামের টিকিটে সফর করতে পারবেন ওই যাত্রী। এমনকী চাইলে ওই দামের টিকিট তিনি অন্য কাউকে দিতেও পারেন। যাতে ওই ব্যক্তি বিমানে সফর করতে পারেন। এমনই সুবিধা দেওয়ার কথা শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্র। গত ২৫ মার্চ করোনা সংক্রমণ রুখতে আচমকাই দেশজুড়ে জারি হয় লকডাউন। বাতিল হয় আন্তর্জাতিক–ঘরোয়া সমস্ত উড়ান। আগে থেকে কেটে রাখা টিকিট কিংবা পরবর্তীতে ঘরে ফেরার জন্য অনেকেই টিকিট কেটেছিলেন। কিন্তু বাতিল হয়ে যায় সেই টিকিট। এরপরই ২৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত বাতিল বিমানের টিকিটের পুরো টাকা ফেরত পাওয়ার দাবি জানান যাত্রীরা। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই পিটিশনের শুনানিতেই কেন্দ্র একথা জানায় শীর্ষআদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct