আপনজন ডেস্ক: লকডাউনের মধ্যে প্রায় ৫০টি সিনেমার চিত্রনাট্য পড়েছেন শাহরুখ খান। এর মধ্যে তিনি নাকি ৩০টি চিত্রনাট্য বাতিল করেছেন। তবে রেখে দিয়েছিলেন ২০টি চিত্রনাট্য। সময় নিয়ে সেগুলি আবার পড়েছেন।তারপর সেখান থেকে বাদ দিয়েছেন ১৬টি সিনেমার চিত্রনাট্য। এই ছবিগুলোর ভিতর একটির প্রস্তাব এনেছিলেন বলিউডের আরেক খান, সালমান খান। কিন্তু সব দেখে, শুনে ও বুঝে সালমানের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শাহরুখ অভিনয়, রসবোধ আর ব্যক্তিত্ব দিয়ে শাহরুখ খান নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। বয়স ৫৪, আরও আলো ছড়ানোর বাকি এই তারকার। বাতিল হওয়া ১৬টি সিনেমার মধ্যে সঞ্জয়লীলা বানসালি, মধুর ভান্ডারকর, আলী আব্বাস জাফরের মতো খ্যাতনামা পরিচালকের নামও ছিলো। মহাকাশ ভ্রমণ করা প্রথম ও একমাত্র ভারতীয় পাইলট রাকেশ শর্মার বায়োপিক দিয়ে ফেরার কথা ছিল শাহরুখের। কিন্তু জিরোতেও তাঁকে দেখা গেছে মহাকাশচারীর ভূমিকায়। তাই আর ও পথে হাঁটবেন না শাহরুখ। অ্যাকশনধর্মী স্ক্রিপ্ট খুঁজছেন বলে মধুর ভান্ডারকর গিয়েছিলেন ‘ইন্সপেক্টর গালিব' সিনেমার প্রস্তাব নিয়ে। ফিরে আসতে হয়েছে শাহরুখের ‘না' শুনে। সঞ্জয়লীলা বানসালি গিয়েছিলেন ভারতীয় কবি ‘সাহির লুদিয়ানভি'র বায়োপিক নিয়ে। আলী আব্বাস জাফর মিস্টার ইন্ডিয়ার রিমেকের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু রিমেক পছন্দ নয় শাহরুখের। শাহরুখ এবার সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক। শক্তিশালী গল্প, কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ চরিত্র আর অ্যকশন— আপাতত এসবই খুঁজছেন শাহরুখ। তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে শাহরুখ বক্স অফিসে বাজিমাত করতেই ফিরবেন। শেষমেশ যে চার পরিচালকের ছবি শাহরুখের মন জয় করতে পেরেছে সেগুলো হলো, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান', রাজকুমার হিরানির ‘সামাজিক কমেডি', তামিল পরিচালক এটলি কুমারের অ্যকশনধর্মী একটি বাণিজ্যিক ছবি, রাজ ডিডিমরু ও কৃষ্ণা ডিকের অ্যকশনধর্মী আরেকটি কমেডি ছবি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct