আপনজন ডেস্ক: আর জঙ্গলে নয়, এবার মানুষের ঘরে চারটি শাবক প্রসব করেছে একটি চিতা বাঘ। বর্ষাকালে জঙ্গল স্যাঁতস্যাঁতে ও হিমশীতল থাকায় সন্তান জন্ম দিতে চিতা বাঘটি মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের একটি গ্রামের বাড়িতে এই কাণ্ড ঘটায় বাঘটি।বন বিভাগের এক কর্মকর্তা বলেন, 'মা বাঘ ও তার চার শাবক সুস্থ আছে। ওদের প্রযুক্তির সাহায্যে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যেন ওদের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হতে পারি। চিতা বাঘ সাধারণত দিনের বেলা ঘুমিয়ে কাটায় আর রাতে শিকারে বের হয়। কিন্তু এই বাঘিনী উল্টো স্বভাবের। রাতের বেলা ওর শাবকেরা জেগে থাকে বলে তখন সে ওদের খাওয়ায়, আর দিনের বেলা শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। বাঘিনীটি খুবই নম্র স্বভাবের। সে বন বিভাগের কারও কিংবা গ্রামবাসীর কখনো কোনো ক্ষতি করেনি। মুখে করে একে একে নিজের সব শাবককে জঙ্গলে নিয়ে গেছে সে। যেন ওদের কোনো অসুবিধা না হয়, এ কারণে আমরা সার্বক্ষণিক ওই বাঘিনীর গতিবিধি খেয়াল রাখছি'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct