আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুর বিআরডি হাসপাতালে ৭০টি শিশুকে অক্সিজেন সরবরাহ করে হিরো হয়ে ওঠা ডাক্তার কাফিল খান গ্রেফতার হয়েছিলেন জাতীয় সুরক্ষা আইন বা এনএসএ-তে। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের রায়ে তাকে জেল জেল থেকে মুক্তি দেয় উত্তরপ্রদেশ সরকার।
মথুরা জেল থেকে মুক্তি পেয়ে কাফিল খান দীর্ঘশ্বাস ফেলে সাংবাদিকদের বলেছিলেন, বরাত জোর থাকায় তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হয়নি। তবে ফের যে তার বিরুদ্ধে যোগী সরকার কোনো চক্রান্ত করবে না তা বিশ্বাস করতে নারাজ কাফিল খান। তাই মুক্তি পেয়ে আর গোরক্ষপুরে থাকাটা নিরাপদ মনে না করে সপরিবারে কংগ্রেস শাসিত রাজস্থানে আশ্রয় নেন।
তবে কাফিল খানের ব্যাপারে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তারপর জল্পনা শুরু হয় এবার কি তাহলে কাফিল খান রাজনীতিতে যোগ দিচ্ছেন?
সেই জল্পনার অবসান ঘটিয়ে কাফিল খান সংবাদ সংস্থা পিটিআইকে টেলিফোনে এক প্রশ্নের জবাবে সাফ জানিয়েছেন, তিনি কোনোভাবেই রাজনীতিতে যোগ দেবেন না। তিনি পেশায় ডাক্তার। চিকিৎসা সেবার মাধ্যমেই জীবন কাটাতে চান। বিহারে গিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে যেতে চান।
প্রিয়াঙ্কার সরব হওয়ার প্রশ্নে কাফিল খান বলেন, মানবিক কারণেই উত্তরপ্রদেশের কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি তার পাশে দাঁড়িয়েছেন। তার মানে এই নয় যে কাফিল খান কংগ্রেসে যোগ দেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct