আপনজন ডেস্ক: মার্কিন মধ্যস্থতায় সার্বিয়ার সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে কসোভোর। এবার প্রতিদান দেওয়ার পালা এসছে। তাই এক প্রকার সুর বদল করেই মার্কিনিদের শেখানো বুলি আওড়াচ্ছে কসোভো। এবার জেরুসালেমে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে কসোভো। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কসভোকে আর্জি জানাল তুরস্ক। তুর্কি সরকারের দাবি, বিষয়টি বাস্তবায়িত করলে কসোভো রাষ্ট্রসংঘের সংকল্পকে উলঙ্ঘন করবে, একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ভাবাবেগকেও আঘাত করবে।
তুর্কি বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, জেরুসালেমের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে এবং ভবিষ্যতে কসোভোকে অন্যান্য রাজ্যগুলির স্বীকৃতি দেওয়া থেকেও রোধ করতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকা জন্য আমরা কসোভোর নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তগুলি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি।
এই বিবৃতিতে রাষ্ট্রসংঘের রেজোলিউশনগুলি উদ্বৃত করা হয়েছে। রাষ্ট্রসংঘের রেজোলিউশন অনুযায়ী, ফিলিস্তিনি ইস্যু কেবলমাত্র একটি স্বাধীন , সার্বভৌম এবং ভৌগোলিকভাবে সুসংহত ফিলিস্তিনি রাষ্ট্র দ্বারা সমাধান করা যেতে পারে। যার রাজধানী পূর্ব জেরুসালেম। ১৯৬৭ সালের নেওয়া রেজোলিউশনে এমন প্রস্তাব রেখে ছিল রাষ্ট্রসংঘ।
তবে সে সমস্ত কিছু তোয়াক্কা না করেই কসোভোর প্রেসিডেন্ট হাসিম তাসি বলেন, কসোভোকে স্বীকৃতি দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছা প্রকাশ করেছেন,সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য জেরুসালেমে আমরা দূতাবাস স্থাপন করব।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)-এর সাধারণ বৈঠকে সার্বিয়া ও কসোভোর মধ্যে শান্তি চুক্তি সই হয়। সেই সময় মধ্যস্থতাকারী হিসাবে ছিল আমেরিকা। আর সেখানেই গভীর ষড়যন্ত্র করেছে আমেরিকা। যায়নবাদী বন্ধুর সার্থকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে দীর্ঘ উপেক্ষিত কভোসোকে তারা ঘুঁটি করেছে। সেই কসোভোর মুসলিমদের গণহত্যাও মুসলিম বিশ্বের কাছে গভীর খতর মতো। আর এই ক্ষতয় মলম লাগাবার নাম করে কসোভোকে নিজেদের দলে ভেরাবার জন্য উৎসাহিত করেছে। যাতে কসোভোর মুসলিমদের ভাবাবেগ আমেরিকরা ও ইসরাইলিদের সঙ্গে জুড়ে যায়। ফলে একে একে মুসলিম বিশ্বের দেশগুলি সমর্থনে তাদের ব্যর্থ ‘ডিল অব সেঞ্চুরি’ সার্থকতা লাভ করে। আমেরিকা ও ইসরাইলের এই ফন্দিকেই বুঝে নিয়েছে তুরস্ক। তাই কসোভোকে এই ভাবেই আগাম সতর্কতা দিল তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct