আপনজন ডেস্ক: ভাঙনে জেরবার হয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। তাই একুশের বিধানসভার আগে এবার আদিবাসীদের শাসক দলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে ওইসব বিজেপি দলত্যাগীদের। রবিবার মালদার গাজলে এরকম হাজার খানেক বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাদের সঙ্গে বেশ কিছু কংগ্রেস , সিপিএম ত্যাগীরাও তৃণমূলে যোগদান করেন বলে মালদা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। রবিবার সন্ধ্যায় গাজোল ব্লকের সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলে যোগদান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। তৃণমূলের জেলা নেতৃত্বের সামনেই ওই হাজার খানেক বিজেপি সহ, বাম কংগ্রেস সমর্থকরা শাসক দলের পতাকা হাতে তুলে নেন। এই দলে যোগ দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস, গাজোল ব্লক কমিটির অন্যতম নেতা রঞ্জিত বিশ্বাস , সালাইডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ মফিউদ্দিন সহ দলের অন্যান্য জেলা নেতৃত্ব।
গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস ঘাসফুল পতাকা তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানান। তিনি বলেন, তৃণমূলে যোগ দেওয়া ভিন্ন দলের কর্মী সমর্থকদের এক বড় অংশ আদিবাসী। মহিলাদের সংখ্যাও উল্লেখযোগ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct