আপনজন ডেস্ক: যে কারণে রোষের শিকার হয়েছিল ফরাসি ব্যঙ্গ পত্রিকা চার্লি হেবদো, ঘুরিয়ে ফিরিয়ে সেই পথেই ফের এগোল তারা। ২০১৫ সালে হামলার শিকার হয় এই ফরাসি ম্যাগাজিন। ইসলাম এবং মুসলিমদের পবিত্র ব্যক্তিত্ব রাসূল মুহাম্মদ সা.-এর বিকৃত কার্টুন প্রকাশ করে রোষের মুখে পড়েছিল এই পত্রিকা। এবার মামলার শুনানি শুরুর আগেই এই পত্রিকা ফের নবী সা.-এর বিকৃত ছবি প্রকাশ করেছে। গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফরাসি ব্যঙ্গপত্রিকা চার্লি হেবদো মামলার শুনানি। সমালোচকরা বলছেন, ফের কোন একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগে উস্কানি দেওয়ার ফের চেষ্টা করছে এই ইসলামিবিরোধী ম্যাগাজিন। নচেৎ বছর পেরনোর পর কেনই বা সেই বিতর্কিত কার্টুন প্রকাশ করে আবার বিরাগভাজন হওয়ার চেষ্টা চলছে।
এই কার্টুনগুলির মধ্যে বেশিরভাগ ২০০৫ সালে ডেনিশ সংবাদপত্র প্রকাশ করেছিল এবং তার এক বছর পর চার্লি হেবদো প্রকাশ করে। গত বুধবার প্রকাশিত হওয়া নবী সা.-এর এক বিকৃত ছবি প্রকাশ করে সেখানে বড় বড় অক্ষর লেখা হয় ‘ আমরা কখনই ঘুমিয়ে থাকব না, কখনই হাল ছাড়ব না’। মালিক লরেন্ট ‘রিস’ সরিসিসো এই প্রচ্ছদটি লিখেছেন।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক প্রকাশ ম্যাগাজিন কর্তৃপক্ষে সপক্ষে যুক্তি খাড়া করে বলেছেন, ‘ফ্রান্স হাসি, রসিকতা, উপহাস এবং ক্যারিকেচারের অধিকার রক্ষা করে এসেছে। এতে সকলেরই মত প্রকাশের অধিকার আছে।
২০১৫ সালে বোমায় সজ্জিত পাগড়ি পরিধান করা নবী মুহাম্মদ সা. এর কাল্পনিক কার্টুন ছবি প্রকাশিত করে ইসলামফোবিয়া ছড়ানোর চেষ্টা করে। সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে জুড়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ছিল। এই পরেই মুসলিম দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য চারিদিক থেকে নিন্দার শুরু হয় এই ম্যাগাজিন কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু তাতে কোনও হেলদোল দেখায়নি চার্লি হেবেদো কর্তৃপক্ষ। এরপরেই ম্যাগাজিন কার্যালয়ে বন্দুক হামলা হয়। সেই হামলায় পাঁচ জন নিহত হন, আহত ৪৮ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct