আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী মনোভাবকে পাথেয় করেছিলেন। তার জেরে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের মুসলিমদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হয়ে ট্রাম্প অবশ্য এখন নরম সুরে কথা বলছেন। যদিও বিভিন্ন সংবাদমাধ্যম বলছে ট্রাম্পকে আর বিশ্বাস করতে চাইছেন না মার্কিন মুসলিমরা। সেই সুযোগটা নিতে চলেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন। তিনি মুসলিমদের আশ্বস্ত করেছেন এমন কিছু করবেন না যা মুসলিমদের স্বার্থে ঘা লাগতে পারে। তাই মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এবার জো বাইডেনের পাল্লা ভারি বলে মার্কিন মিডিয়াগুলো বলছে।
নির্বাচনের প্রচারের মাঝে জো বাইডেন ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭ তম বার্ষিক সম্মেলনে হাজির হয়েছিলেন। ওই সম্মেরনে বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকবেন। বক্তৃতার মাঝে তিন তিনবার এই আশ্বাস বাণী দেওয়ায় মুসলিমদের সমর্থন যে তার পাশে থাকেব তা মনে করছে বিশেষজ্ঞ মহল।
এছাড়া, আইএসএনএ-র অফিসিয়াল ট্যুইটার আকাউন্ট থেকে এক ট্যুইটে বাইডেনের বক্তব্যসহ ভিডিও পোস্ট করা হয়েছে। তাতেও বক্তৃতা মিলছে। ওই ভিডিওতে বাইডেন বলেন , প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর উপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের "প্রতিটি স্তরের" অংশীদার হবেন।
আইএসএনএ-তে বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বার্ষিক আইএসএনএ সম্মেলন শনিবার শুরু হয়েছে যেটিকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সমাবেশের একটি বলে মনে করা হয়। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অবশ্য সবকিছু 'ভার্চুয়ালি' অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য বিষয় "সামাজিক ও বর্ণগত ন্যায়বিচারের জন্য সংগ্রাম"।এই সম্মেলনে বাইডেনের উপস্থিতি তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct