আপনজন ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান দল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হারের পর ২৫ আগস্ট বিক্ষুব্ধ মেসি জানিয়ে দেয় তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান। তার ফুটবল বিশ্বজুড়ে আলোড়ন পরে যায় তাকে নিয়ে। তার মোটা অঙ্কের রিলিজ ক্লজ বা স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ জটিলতায় আর্জেন্টিনার এই মহাতারকা মত পরিবর্তন করে জানায় , যে ক্লাব তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে, তাঁর বিরুদ্ধে কখনই আদালতে যাবেন না। তাই চুক্তির পূরণ হওয়া পর্যন্ত বার্সা তেই থাকবেন তিনি।
তবে কাল ( সোমবার) সম্ভবত দলের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন মেসি। আজ ( রবিবার) অনুশীলনে যোগ দেওয়া আগে আবশ্যিক করোনা পরিক্ষা করালেন মেসি।প্রসঙ্গত, ৩০ আগস্ট রবিবার গোটা স্কোয়াডের জন্য নির্ধারিত কোভিড টেস্টিং থাকলেও, সেই পরীক্ষা করান নি মেসি। বার্সেলোনার তরফে জানানো হয়েছিলো স্কোয়াডের মেসি বাদে সবাই সেদিন কোভিড টেস্টিং করিয়েছেন ।মেসির আজকের করোনা পরিক্ষার ফলাফল নেগিটিভ আসলে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের অনুশীলনে সোমবার দেখা যেতে পারে মেসি কে।যদিও এক এক সপ্তাহ আগেই বার্সেলোনা শুরু করেছে প্রাক মৌসুম প্রস্তুতি।
বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেই মেসির বাড়িতে পাঠানো হয়েছে একটি মেডিকাল টিম। এবং বাড়ি থেকে করোনা পরিক্ষার যাবতীয় স্যাম্পল দিয়েছেন মেসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct