আপনজন ডেস্ক: মার্কিন মুলুক জুড়ে এখন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ব্যাপক উন্মাদনা। জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার শেষ রক্ষা হবে কিনা তা আর মাস কয়েক অপেক্ষা করতে হবে। কারণ আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন।
ট্রাম্প এবার আদাজল খেয়ে লেগেছেন কীভাবে ফের মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়। তার জন্য তিনি তার মনোভাবেরও বেশ কিছুটা পরিবর্তন এনেছেন। আমেরিকা জুড়ে বেশ ভাল রকম মুসলিম ভোট আছে। তাই এখন মুখে মুসলিম বিরোধী কিছু বলছেন না ট্রাম্প। উলটে তাদেরকে কাছে টানার চেষ্টা চলছে। সবচেয়ে অবাক ব্যাপার আমেরিকার শত্রু বলে বলে পরিচিত হয়ে উঠেছিল ওসামা বিন লাদেন। ৯/১১য় বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংস ওসামা বিন লাদেরনের মস্তিষ্কপ্রসূত বলে দাবি করেছিল আমেরিকা। তাই তার জঙ্গিপনা রুখতে পাকিস্তানে তাকে শেষ করে দেয় মার্কিন বাহিনী। সেই ওসামা বিন লাদেনের ভাইজি নুর বিন লাদেন এবার ট্রাম্পের হয়ে প্রচারে নেমে পড়েছেন। আর নেই খবর শনিবার মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্টেফলাও করে বেরিয়েছে। যদিও নুর বিন লাদেন বর্তমানে সুইজারল্যান্ডের বাসিন্দা।
নিউইয়র্ক পোস্টলিখেছে, নুর বিন লাদেন সুইজারল্যান্ডে বসবাস করলেও ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন। নুরের মা সুইস লেখক কারমেন ডুফুর এবং বাবা সউদি আরবের ধনী পরিবারের ছেলে ইয়েসলাম বিন লাদেন। ১৯৮৮ সালে নুরের মা-বাবার বিচ্ছেদ হয়। ৯/১১ হামলার পর ২০০৪ সালে লাদেন পরিবার নিয়ে বই লিখে ব্যাপক পরিচিতি পান নুরের মা কারমেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুদলের দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচনের মাঠ গরম করে চলেছেন। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে তারকা সমর্থকরা সমর্থন দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ওসামা বিন লাদেনের ভাইজি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার সমর্থন জানানোয় ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, নুর বিন লাদেন একটাই ট্রাম্প ভক্ত হয়ে গেছেন যে তিনি সম্প্রতি বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধরে নিতে হবে আরেকটি ৯/১১ দোরগোড়ায়। আরেকটি ৯/১১ ঠেকাতে পারবেন কেবল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।