আপনজন ডেস্ক: আইপিএল শুরু আগের কলকাতা নাইট রাইডার্সের ব্রিটিশ বাঁহাতি পেসার হ্যারি গার্নে কাঁধের কারণে ছিটকে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা ব্যাক্তিগত কারণে আইপিএল থেকে সড়ে দাঁড়িয়েছেন। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স দলে নিতে চেয়েছিল মুস্তাফিজুরকে। ফলে মুস্তাফিজুর রহমানের সামনে আইপিএল খেলার রাস্তা খুলে যায়। যদিও মালিঙ্গার পরিবর্তে অজি পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে মুস্তাফিজুরের সামনে কলকাতা নাইট রাইডার্সের দরজা খোলা ছিল।
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো তার নিজের দেশের ক্রিকেট বোর্ড। কারণ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট ( এনওসি) দেননি।
উল্লেখযোগ্য, বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৪ অক্টোবর থেকে। আইপিএলের চলাকালীন সিরিজ থাকাই দলের বোলিং লাইন আপের স্তম্ভকে ছাড়তে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘হ্যাঁ! আইপিএল থেকে প্রস্তাব এসেছিল মোস্তাফিজের জন্য। কিন্তু আমরা তাকে এনওসি দেইনি কারণ সামনে শ্রীলঙ্কা সফর আসছে।’
এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুরের। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে ২০১৬ তে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুরের। উল্লেখ্য, সে বছর আইপিএলের চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন মুস্তাফিজুর। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান।মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ২০১৭ সালে এক ম্যাচ খেলে ছিলেন উইকেটশূন্য, পরের বছর সাত ম্যাচে নিয়েছিলেন সমান ৭ উইকেট। যদিও এবার আইপিএল নিলামে তিনি অবিক্রিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct