আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো দেশজুড়ে চলছে আনলক-৪। এই পরে অনেকে আশা করেছিলেন ট্রেন চলবে কিনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৮০টি স্পেমাল ট্রেন চরবে। আর তার জন্য রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। তবে, কোথা থেকে কোন স্টেশন পর্যন্ত এই ট্রেনগুলি চলবে তা পরে জানানো হবে বলে তিনি জানান।
ভি কে যাদব বলেন, ইতিমধ্যে যে ২৩০টি স্পেশাল ট্রেন চলাচল করছে তার পাশাপাশি এই নতুন স্পেশাল ট্রেনগুলি চলবে। এছাড়া, ট্রেন চলাচলের উপর নজর রাখবে রেলওয়ে বোর্ড। সেই সঙ্গে তিনি জানান, যদি বিভিন্ন রাজ্য সরকার দাবি করে তাহলে পরীক্ষা জন্য স্পেমাল ট্রেন চালাতে পারে। এছাড়া এ ধরনের অন্যান্য ক্ষেত্রের জন্যও বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct