আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে দেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কবে খুলবে তা এখনো অনিশ্চিত। এই পরিস্থিতিতে কি সরকারি কি বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করাচ্ছেন। কিন্তু নানা সমীক্ষায় দেখা গেছে অনলাইনে ক্লাস করার জন্য বহু ছাত্রছাত্রীর কাছে স্মার্টফোন নেই।অর্থের অভাবে তারা স্মার্টফোন কিনতে পারছে না। ফলে তারা অনলাইনে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। যদিও সমাজবিদরা চিন্তিত ওই সমস্ত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে।
এই ধরনের পরিস্থিতিতে এক প্রধান শিক্ষিকা এগিয়ে এলেন এক অভিনব উপায়ে পড়ুয়াদের শিক্ষাদান করতে। স্কুল বন্ধ আর স্মার্টফোন যাদের কেনার ক্ষমতা নেই তাদের জন্য বাড়ির দেওয়ালকে স্মার্ট বোর্ড বানিয়ে ক্লাস করাচ্ছেন মহারাষ্ট্রের আশা মারাঠি বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা তাসলিমা বানু হারুন পাঠান। স্মার্টফোনের অভাবে বাড়ির দেয়ালে ক্লাস। দেয়ালে লেখা বীজগণিতের নানা সূত্র। গলিতে দাঁড়ানো ছাত্রছাত্রীদের সেগুলোই বুঝিয়ে দিচ্ছেন শিক্ষিকা।
করোনা ভাইরাসের মধ্যে স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাসে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের এভাবে পড়াচ্ছেন তাসলিমা বানু।
গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে দেয়ালে নানা জিনিস ও জ্যামিতির চিত্র এঁকে তাদের পড়াচ্ছেন আশা মারাঠি বিদ্যালয়ের আরেক শিক্ষকও।
এই লকডাউনের সময় এভাবে ক্লাস নেওয়ায় গরিব পড়ুয়াদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।নার্সারি থেকে শুরু করে প্রাইমারি, হাইস্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়-মহামারীর শুরু থেকেই ‘আনলক ফোর’ পর্যন্ত একই অবস্থায় রয়েছে। কার্যত গৃহবন্দি শিক্ষক-শিক্ষিকারা। স্কুল প্রাঙ্গণ থেকে যোজন-যোজন দূরে ছাত্রছাত্রীরা।
এই পরিস্থিতিতে তাসলিমা বানু নতুন করে পথ দেখাচ্ছেন গরিব ছাত্রছাত্রীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct