চিনের জিনঝিয়াং প্রদেশে উগ্রপন্থী সন্দেহে সন্দেহে প্রায় ২০ লাখ উইঘুর এবং অন্যান্য মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মানবাধিকার বিষয়ক কমিটি জেনেভাতে চিন নিয়ে দুদিনের যে বিশেষ সভা করছে, সেখানে চিনের মুসলিমদের পরিস্থিতি তুলে ধরা হয়। শুক্রবার রাষ্ট্রসংঘের সদস্য গে ম্যাকদুগাল বলেছেন, চিনের স্বায়ত্তশাসিত জিনঝিয়াং প্রদেশে শুধু ১০ লাখ উইঘুর মুসলিমকে রাজনৈতিক বন্দিশিবিরে রাখা হয়েছে। সবমিলিয়ে ২০ লাখ মুসলিমকে উগ্রপন্থী সন্দেহে আটক রাখা হয়েছে দীর্ঘদিন।
তিনি অভিযোগ করেন, উইঘুরসিহ অন্যান্য মুসলিমদের চিন তাদের দেশের শত্রু হিসেবে মনে করছে। এমনকি যেসব উইঘুর ছাত্র মিশর ও তুরস্ক থেকে চিনে ফিরেছে তাদেরকেও আটক করা হয়েছে। রাষ্ট্রসংঘের মিটিংয়ে হাজির হওয়া চিনা প্রতিনিধিরা অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
এ ব্যাপারে চীনের জবাব পাওয়া যায়নি।
বিবিসি বাংলার খবরে বলা হয়, সভায় অভিযোগ উত্থাপন করেন জাতিসংঘের জাতিগত বৈষম্য বিষয়ক কমিটির সদস্য গে ম্যাকডুগাল।
তিনি বলেন, ‘এমন খবর তিনি পেয়েছেন যে চীনা কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত উইগুর প্রদেশকে কার্যত বিশাল একটি বন্দীশিবিরে’ রূপান্তরিত করেছে।
চীন এ অভিযোগের তাৎক্ষণিক জবাব দেয়নি। চীনা প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, সোমবার এই অভিযোগের জবাব দেওয়া হবে।
তবে এর আগে বিভিন্ন সময় চীন বলেছে, এ ধরণের বন্দী শিবিরের কোনো অস্তিত্ব নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct