আপনজন ডেস্ক: লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ আবহের মধ্যে ফের নিজেদের অস্ত্র ভাণ্ডার মজবুত করলো ভারত। ভারতীয় সেনাবাহিনীর হাতে এবারে আসতে চলেছে অত্যাধুনিক মারণাস্ত্র। ভারত ও রাশিয়ার মধ্যে একে ৪৭-২০০৩ মডেল রাইফেলস নিয়ে মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর বার্ষিক সম্মেলনের সময় রাশিয়ার সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই চুক্তি স্বাক্ষরিত করেন। এদিন রাশিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শীঘ্রই এই অস্ত্র তারা ভারতের হাতে তুলে দেবে।
এই চুক্তি অনুযায়ী অত্যাধুনিক এই রাইফেলস ভবিষ্যতে তৈরি হবে ভারতে। একে ৪৭-২০০৩ এবং একে ৪৭ রাইফেল আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত উচ্চক্ষমতাসম্পন্ন মারণাস্ত্র। এবার ইন্ডিয়ান স্মল আর্মস রাইফেলের জায়গা নেবে। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৮ লক্ষ একে ৪৭ রাইফেল এর প্রয়োজন। শীঘ্রই ভারতের হাতে তুলে দেবে রাশিয়া। বাকিটা দেশেই উৎপাদন করবে ভারত। এই রাইফেল এর আসল গুণ হল, এটি প্রতি মিনিটে ৬০০ গুলি ছুড়তে সক্ষম। ১ সেকেন্ডে এই মারণাস্ত্র থেকে বেরিয়ে আসবে ১০টি গুলি। এই রাইফেলস অটোমেটিক ও সেমি অটোমেটিক মোডে ব্যবহার করা যাবে। এর রেঞ্জ ৪০০ মিটার পর্যন্ত। এই রাইফেল লোড করার পর ওজন দাঁড়াবে ৪ কেজি।এর মাধ্যমেই ভারতীয় সেনা মুহূর্তেই শত্রুদের মাটিতে ঢেরর করে দিতে পারবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct