আপনজন ডেস্ক: করোনার ফলে হওয়া লকডাউন এর জেরে চারিদিকে বন্ধ ব্যবসা-বাণিজ্য ও অফিস। আর্থিক সঙ্কটে পড়ার জেরে মানুষ ক্রমে ব্যবসা বাণিজ্য শুরু করার পাশাপাশি অফিসমুখো হচ্ছেন। করোনার ভয়ে অবশ্য অনেকে পাবলিক ট্রান্সপোর্ট থেকে নিজেকে দূরে রাখছেন। কষ্ট হলেও অনেকেই নিজের গাড়িতে ব্যবসার কাজে কিংবা অফিসে যাচ্ছেন। আর এই পরিস্থিতিতে ভারতের বাজারে হঠাৎ করে বিক্রি বেড়েছে মোটরবাইক ও স্কুটারের। লকডাউন এর ফলে দীর্ঘদিন ব্যবসা অফিস বন্ধ থাকায় বহুলোকের পকেটের টান পড়েছে। তার ওপর মোটরবাইক কিংবা গাড়িতে অফিস যাওয়া অনেকের বিলাসিতার শামিল হলেও আপাতত সেটাই করতে হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে সেই সব মানুষের চিন্তা দূর করতে কম খরচে লম্বা রাস্তা যাওয়ার মোটরবাইক আনছে হায়দ্রাবাদের একটি সংস্থা। নতুন এই মোটরবাইকটি অবশ্য পেট্রোলে নয়, ব্যাটারিতে চলবে। একবার চার্জ দিলে দৌড়াবে ১০০ কিলোমিটার। চার্জিং এর খরচ হাতেগোনা। নেই রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ। এমনই বাইক ভারতের বাজারে আনতে চলেছে হায়দ্রাবাদের স্টাট আপ কোম্পানি অটোমোবাইল প্রাইভেট লিমিটেড।
এই সংস্থা বাজারে আনছে অটাম ১.০ নামের একটি ইলেকট্রিক বাইক। এর দাম সাধারণের হাতের নাগালে থাকবে। জানা গিয়েছে এই ইলেকট্রিক বাইকের দাম ৫০ হাজার টাকা। থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর ব্যাটারির সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। একবার ফুল চার্জ দিলে আপনি ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবেন। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। যেহেতু দাম এত কম এবং এটি দূষণ ছড়ায় না তাই এটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না। এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। ইকোফ্রেন্ডলি এই বাইকটি বিভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে হায়দ্রাবাদের সংস্থাটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct