আপনজন ডেস্ক: সামনের মরশুমে মেসিকে কি আর বার্সেলোনায় বল পায়ে ঝড় তুলতে দেখা যাবে? নাকি নীল আসমানি জার্সিতে আর্জেন্টাইন কিংবদন্তি কে প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে? এতদিন পর্যন্ত ফুটবল প্রেমীদের কাছে এ প্রশ্নের উত্তর ছিল না। কারণ মেসি নিজেই বার্সেলোনা কর্মকর্তাদের জানিয়ে দিয়েছিলেন, তিনি আর কাতালান ক্লাবের হয়ে খেলতে রাজি নন। কিন্তু বার্সা কর্মকর্তাদের পাশাপাশি সমর্থকরাও মেসিকে কোন মূল্যেই হাতছাড়া করতে রাজি ছিল না। তাই আর্জেন্টিনার ফুটবল রাজপুত্রকে চাপে রাখতে ক্লাব ছাড়তে হলে ৭০০ মিলিয়ন ইউরোর ক্লজ ফি ধরিয়ে দেয় বার্সার টিম ম্যানেজমেন্ট। বার্সেলোনার এই কারসাজির শেষ পর্যন্ত কাজে দিল। চাপে পড়ে বার্সা ছাড়ার সিদ্ধান্ত ঝেড়ে ফেললেন লিও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এদিন খোদ মেসি জানিয়ে দিলেন, তিনি বার্সেলোনাতেই থাকছেন। এক সাক্ষাৎকারে লিও বলেন,'আমি যখন আমার পরিবারকে বার্সা ছাড়ার কথা জানায় তারা কান্নায় ভেঙে পড়ে। আমার বাচ্চারাও স্কুল পরিবর্তন করতে চায় না। আমার বড় ছেলে সে শুনেছে আমি বার্সেলোনা ছাড়বো, সে আমাকে বলল সে ওখানেই থেকে যেতে চায়। আসলে এই ক্লাব আমার জীবন। আমি নিজেকে এখানে তৈরি করেছি। বার্সেলোনা আমাকে সব দিয়েছে। আমি চাইনি বার্সা আমার জন্য আদালতে উঠুক। এজন্য আমি এখানে থাকার সিদ্ধান্ত নিলাম। আমি এই ক্লাবকে খুব ভালোবাসি। আমি এর থেকে ভালো জায়গা কোথাও খুঁজে পাব না। এটাই আমার পরিবার। সত্যি বলতে এবারে আমি বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছিলাম। কিন্তু পারলাম না। আমি বার্সাতেই থেকে গেলাম। কারণ এই ক্লাব আমার সব।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct