আপনজন ডেস্ক: আইপিএলের দামামা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। হাতে আর মাত্র দু-সপ্তাহের মতো সময় বাকি। ইতিমধ্যে চেন্নাই ছাড়া বাকি দল গুলো সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের আসরকে সামনে রেখে কোমড় বেঁধে অনুশীলন শুরু করেছে। একই ভাবে তৈরি হচ্ছেন ক্রিকেটাররাও। যাঁদের কারও কারও আবার এটাই হতে পারে শেষ আইপিএল। বয়সের জন্যই হোক বা চোটের জন্য, বা পারফরম্যান্সের অভাব, পরবর্তী আইপিএলে এঁদের না-ও দেখা যেতে পারে। তবে কোনো দলের জানা নেয় কবে কোথায় কার সঙ্গে তাদের ম্যাচ রয়েছে। প্রসঙ্গত বিসিসিআই এখনও আইপিএলের সূচি ঘোষণা করেনি।
তবে কবে জানা যাবে আইপিএলের সূচি? উত্তর দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়ে দিলেন দিন দুয়েকের মধ্যেই ক্রীড়া সূচি প্রকাশ করে করা হবে। তিনি আরও জানিয়েছেন যে, "কিছু সমস্যা ছিল সেগুলো মিটে গিয়েছে। আশা করছি দু'দিনের মধ্যেই সূচী প্রকাশ করে দেওয়া হবে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বা ৫ সেপ্টেম্বর (শনিবার) সূচি প্রকাশ করে দেওয়া হবে।
বিসিসিআই এর তরফ থেকে আগে জানানো হয় ১৯ সেপ্টেম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই শিবিরের ১৩ জন করোনা আক্রান্ত হওয়ার কারণে ধোনি ব্রিগেডের এর প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছে। তবে বিসিসিআই কর্তারা মনে করছেন চেন্নাই সুপার কিংস নির্দিষ্ট সময়ে আইপিএল অভিযান শুরু করবে। এবং পূর্ব পরিকল্পনা মতোই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct