আপনজন ডেস্ক: নানা আবেদন নিবেদন উপেক্ষা করে করোনা আবহের মধ্যে শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন। কিন্তু এখনও কয়েকদিন পরীক্ষা বাকি। আর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ১৩ সেপ্টেম্বর। এই পরীক্ষা স্থগিত নিয়ে ছয় রাজ্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল। সেই মামলার শুনানি হবে কাল শুক্রবার।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টে এক রায়ে বলেছিলে নির্ধারিত সূচি অনুযায়ী জেইই মেইন ও নিট পরীক্ষা হবে। আর করোনা সতর্কতায় যাবতীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু করোনা সংক্রমণের মধ্যে কীভাবে এতগুলোর ছাত্রছাত্রী ও অভিভাবকদের সমাগত করোনা বিধি মেনে চলা সম্ভব তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এবাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বসা করোনা সংক্রমণের দিকে তাদের ঠেলে দেবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে এগিয়ে আসে ছয় রাজ্য।
মহরাষ্ট্র, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, ছাড়খণ্ড, রাজস্থান ও ছত্তিগড় এই ছটি অবিজেপি রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় নিট ও জেইই আপতত স্থগিত রাখার জন্য। রাজ্য সরকারগুলির পক্ষে আবেদন করেন মন্ত্রী মলয় ঘটক (পশ্চিমবঙ্গ), রামেশ্বর ওরাওঁ (ঝাড়খণ্ড), রঘু শর্মা (রাজস্থান), অমরজিৎ ভগৎ (ছত্তিশগড়), বলবির সিং সিধু (পাঞ্জাব) এবং উদয় রবীন্দ্র সামন্ত (মহারাষ্ট্র)। তারা আবেদনে বলেন, শুধু স্বাস্থ্য নয় নিট ও জেইই পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকির কথা ভেবে তা স্থগিত করা হোক। এই পরীক্ষার আয়োজক কেন্দ্রীয় সংস্তা এনটিএ কে নির্দেশ দেওয়া হোক আপাতত পরীক্ষা না নেওয়ার জন্য। সেই মামলার শুনানি হবে শুক্রবার। তাই সুপ্রিম কোর্টে রায়ের দিকে তাকিয়ে রয়েছে পরীক্ষার্থীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct