রাশিয়া বিশ্বকাপের পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বেলজিয়ামের তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। এরইমধ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাস পাড়ি দেওয়ায় সে সম্ভাবনা আরও জোরালো হয়। সময় গড়িয়ে গেলেও, হ্যাজার্ডের রিয়ালে যোগ দেওয়ার খবরটা কিন্তু এলো না। তার মধ্যে এদিন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নতুন কোচ মাওরিসিও সাররি সরাসরি জানিয়ে দিলেন, হ্যাজার্ডকে রিয়ালে টেনে নিয়ে যাওয়ার কাজ শুধু কঠিন নয়, এক প্রকারে অসম্ভব।
ইংল্যান্ডে গত বৃহস্পতিবার এবারের গ্রীষ্মকালীন দল-বদলের সময় শেষ হয়েছে। যদিও স্পেন, ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের ক্লাবগুলো এখনও নতুন খেলোয়াড় কিনতে পারবে।নতুন খেলোয়াড় কেনার জন্য রিয়ালের হাতে ৩১ অগাস্ট পর্যন্ত সময় রয়েছে। ক'দিন আগে হ্যাজার্ড নিজেও রিয়ালে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।২০১২ সালে ফরাসি ক্লাব লিলে থেকে চেলসিতে আসা এই উইঙ্গার কিছু দিন আগে বলেছিলেন, 'মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলা ‘সবার স্বপ্ন’।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct