আপনজন ডেস্ক: আইপিএল আঙিনা থেকে আবার শোনা গেল করোনায় আক্রান্তের খবর। এবার করোনায় আক্রান্ত কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ নয়। এবার করোনায় আক্রান্ত বিসিসিআই এর এক মেডিক্যাল অফিসার। এমনটাই দাবি করছে সংবাদসংস্থা এএনআই। এক আইপিএল আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন তাদের মেডিক্যাল অফিসারের করোনা পজিটিভ হওয়া নিয়ে। যদিও তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
বিসিসিআই এর যাবতীয় প্রটোকল মেনে দুবাইয়ের মাটি পা দিয়েছিল সিএসকে। কিন্তু গত শুক্রবারই শোনা গিয়েছিল, চেন্নাই দলের বোলার দীপক চাহার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবারই আবার শোনা গিয়েছিল, সংক্রমিত দলের আরও এক ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। পরে বিসিসিআই বিজ্ঞপ্তি দিয়ে জানায় দু'জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সহ মোট ১৩ জনের কোভিড-১৯ টেস্ট পজিটিভ।
তবে জানা গিয়েছে আক্রান্ত ১৩ জন সদস্য ছাড়া বাকিদের সাম্প্রতিক করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আরও একবার করোনা টেস্ট করা হবে সকলের। তাদের রিপোর্ট নেগেটিভ এলে শুত্রবার অনুশীলন শুরু করতে পারবে।