আপনজন ডেস্ক: বুড়ো হাড়ে ভেল্কি বললে ভুল কিছু বলা হবে না। কিন্তু ক্রিকেট বিশ্ব ৪৯-এ পা দিতে চলা প্রবীণ তাম্বেকে তরুণ ক্রিকেটার বলে অভিহিত করছে। পরের মাসেই তিনি ৪৯-এ পা দিলেও এখনও প্রথম সারির টি-২০ ক্রিকেটে বল হাতে কতটা কার্যকরী তিনি, আরও একবার তার প্রমাণ দিলেন।
চলতি বছরে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সে একের পর এক ম্যাচ নিজেদের পকোটে পড়ছে। এটি ছিল তাদের টানা আট নম্বর জয়। আর এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেল স্পিনার তাম্বেকে। তিনি ৪ ওভার বল করে একটি মেডেন-সহ মাত্র ১২ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নিয়েছেন। সিপিএলে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচে। এর আগের ম্যাচে মাত্র ১ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। ১৫ রান খরচ করলেও নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। এবার নিজের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কার্যত খাঁচাবন্দি করে রাখেন তাম্বে।
যদিও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে বড় ভূমিকা পালন করেন লেন্ডল সিমন্স। অল্পের জন্য তিনি শতরান হাতছাড়া করেছেন। সিমন্স ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৯৬ রান করেন। এদিন নাইট রাইডার্স প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তোলে। ড্যারেন ব্র্যাভো করেন ৩৬ বলে ৩৬ রান।
সেন্ট কিটস ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৫ রানে আটকে যায়। ৫৯ রানে ম্যাচ জিতে যায় নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন লেন্ডল সিমন্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct