আপনজন ডেস্ক: এই মুহূর্তে পুরো ফুটবল বিশ্বের নজর রয়েছে মেসির উপর। মেসি কি বার্সা সত্যি সত্যিই বার্সা ছাড়ছে ? মেসি কোন ক্লাবে যোগ দিচ্ছেন ? ৭০০ মিলিয়ন ইউরো (প্রায় সাত হাজার কোটি টাকা) রিলিজ ক্লজে কোন ক্লাব দিতে চলেছে ? এই সব প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা করতে হয়ে ফুটবল প্রেমীদের।
আপাতত বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির বৈঠকের দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। তবে মেসির বাবা মনে করছেন, এই মুহূর্তে বার্সেলোনায় মেসির থাকাটা কঠিন। মেসি যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা দেখছেন না সিনিয়র মেসি। ‘এল প্রাত’ বিমানবন্দরে নেমে সেটিই বলেছেন মেসির বাবা, ‘বার্সেলোনায় মেসির ভবিষ্যত্? এটি কঠিন। ওর এ ক্লাবে থাকাটা কঠিন’।
তাহলে মেসি যাচ্ছেন কোথায় ? তবে সবথেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি নিয়ে। মেসি যখন বার্সা ছাড়তে বদ্ধপরিকর তখন এই সুযোগটা কাজে লাগাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বাবা ও এজেন্ট জর্জ মেসি। তবে তিনি জানিয়েছেন, ‘পেপ গার্দিওলার সঙ্গে এ বিষয়ে আমার এখনো কথা হয়নি। ম্যানসিটির সঙ্গেও কোনো কথা হয়নি এখনো।’
এরই মধ্যে শোনা যাচ্ছে, প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জর্জ মেসির সঙ্গে। মেসির ‘রিলিজ ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো। কিন্তু তার ইচ্ছা, বিনা রিলিজ ক্লজে নতুন ক্লাবে যোগ দেওয়া। বার্সার সঙ্গে মেসির চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে মেসি তাঁর ইচ্ছের কথা জানালে তিনি ‘রিলিজ ক্লজ’ ছাড়াই ক্লাব ছাড়ার সুযোগ পেতেন। তবে করোনার কারণে এ শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন মেসির আইনজীবী। তবে বার্সা সেটি মানবে না। ৭০০ মিলিয়ন ইউরো হাতে হলেই মেসিকে বিক্রি করবে বার্সা। মেসি-বার্সার এই লড়াইটা আদালতেও গড়াতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct