কেরালার কর্মকর্তারা শনিবার বলেন, ১৪টি জেলার মধ্যে অর্ধেকেরও বেশিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলের সবচেয়ে খারাপ বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েচ্ছে।
মূষলধার বৃষ্টিপাত এবং ভূমিধসের ফলে কেরালার কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।কেরালার রাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুসারে ১০৩১ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩১ হাজার লোককে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।
পি এইচ কুরিয়ান, কেএসডিএমএ প্রধান এবং শীর্ষস্থানীয় রাষ্ট্র প্রশাসক বলেন, বৃষ্টিপাত হ্রাস পেয়েছে।"তবে ১৫ আগস্ট পর্যন্ত আমরা আমাদের সতর্কতা ও প্রস্তুতি চালিয়ে যাব"।
এই রাজ্যে ৪৪ টি নদী রয়েচ্ছে, ১৯২৪ সালের পর মূষলধার বৃষ্টিপাতের ফলে এটিই সবচেয়ে খারাপ বন্যা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct