আপনজন ডেস্ক: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নের্তৃত্বে দেশের বানিজ্যিক নগরীর এই দলটি আইপিএলের খেতাব চার বার নিজেদের নামে করেছে। পঞ্চম বারের আইপিএল ট্রফি ছুঁয়ে ফেলার ইচ্ছে নিয়ে আরব আমিরশাহিতে উড়ে গিয়ে জোরদার প্যাক্টিস শুরু করে দিয়েছে। তবে আইপিএল শুরু আগে ধাক্কা খেল মুম্বাই শিবির, আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য লসিথ মালিঙ্গা।
প্রসঙ্গত ব্যাক্তিগত কারণে আইপিএল থেকে সড়ে দাঁড়ালেন মালিঙ্গা। ২০১৯ মুম্বাইকে চ্যাম্পিয়ন করার পেছেনে অন্যতম অবদান ছিল মালিঙ্গার। গত বছরের আইপিএলে ফাইনাল ম্যাচে শেষ বলে যখন চেন্নাইয়ের দুই রানের দরকার ছিল সেই মূহুর্তে অভিজ্ঞ মালিঙ্গা শার্দুল ঠাকুরকে আউট করে চতুর্থ বারের মতো মুম্বাইকে চ্যাম্পিয়ন করিয়ে দেয়। মালিঙ্গার পরিবর্তে অজি পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের ইতিহাসে সর্বেচ্চ উইকেট শিকারি লসিথ মালিঙ্গা। ১২২ টি আইপিএল ম্যাচ খেলে থাকা অভিজ্ঞ স্পিডস্টার এখন পর্যন্ত ১৭০ উইকেট পেয়েছেন। তাঁর ইকোনমি রেট ৭.১৪ এবং ৪৭১.১ ওভার বল করেছেন। ১০ই এপ্রিল, ২০১১ তারিখে দিল্লি ডেয়ারডেভিল্সের বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি ৩.৪ ওভারে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন, এটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারগুলির মধ্যে একটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct