আপনজন ডেস্ক: মুসলিমদের অন্যতম ধর্মীয় আচার পালন হজ সম্পন্ন হয়েছে কিছুদিন আগে। করোনা সংক্রমণের কারণে এবার স্বল্প পরিসরে হজ সম্পন্ন হয়েছে, যেখোনে মূলত আরববাসীরাই এই সুযোগ পেয়েছেন। হজের আগে অবশ্য কাবা শরিফ স্যানিটাইজড করা হয়েছিল। আর হজ পালিত হয়েছিল একেবারে সামাজকি দূরত্ব বজায় সহ নানা করোনা বিধি যথাযথ পালনের মাধ্যমে। এবার শুরু হল কাবা শরিফ পরিষ্কার তথা ধোয়ার কাজ। উল্লেখ্য, আরব দেশের নিয়ম অনুযায়ী প্রতি বছর দুবার কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ধোয়ার কাজ করা হয়। প্রতিবারের মতো এবারও জমজম কূপেরজলের সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হবে পবিত্র কাবাঘর।
এ ব্যাপারে সৌদি ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালের প্রথমবার মুসলিম মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা ধৌত করা হবে। এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে। সৌদি ধর্ম মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, বাদশাহর পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌতকার্জের নেতৃত্ব দিবেন।
সৌদি সরকার করোনার সংক্রমণের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিয়েছে বলে আরবি সংবাদপত্র আল আরাবিয়া জানিয়েছে। গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় ১৫ মুহাররমে শুধু একবার ধৌত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct