আপনজন ডেস্ক: দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শিক্ষাদানের মানে জেএনইউকে টপকে শীর্ষ স্থান দখল করেছিল দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ব র্যাঙ্কিংয়েও অনেকটাই এগিয়ে এল এই প্রখ্যাত বিশ্ববিদ্যালয়।লন্ডন ভিত্তিক সমীক্ষক সংস্থা টাইমস হায়ার এডুকেশন বুধবার ২০২১ সালের বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলির র্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার স্থান ১৬ থেকে ১২ তম স্থানে উঠে এসেছে।
এ ব্যাপারে জামিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬০১-৮০০র মধ্যে ঘোরাফেরা করছে জামিয়া। জামিয়া আন্তর্জাতিক ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নিজেদের মান ও সাফল্য আরও বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন গত বছর বিশ্বের ৯২টি দেশের ১৪০০ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে সমীক্ষা করেছিল। এবার ৯৩টি দেশের মধ্যে ১৫২৭টি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে সমীক্ষা চালিয়েছে। টাইমস হায়ার এডুকেশন ২০২১ সালের সমীক্ষায় যে কটি বিষয়ের উপর জোর দিয়েছে সেগুলি হল শিক্ষাদান (৩০%), গবেষণা (৩০%) প্রভৃতি। তাই মানের বিচারে জামিয়া মিল্লিয়া চার ধাপ এগিয়ে ভারতের মধ্যে ১২ তম স্থানে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছেন জামিয়ার উপাচার্য ড. নাজমা আখতার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct