আপনজন ডেস্ক :আইপিএল শুরর আগে বড়ো ধাক্কার সম্মুখীন চেন্নাই সুপার কিং, দেশে ফিরে আসেন রায়না। এবারের আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন সুরেশ রায়না। আইপিএল যোগ দেওয়ার জন্য চিপক স্টেডিয়ামে পাঁচ দিনের প্রস্তুতি শিবির থেকে দলে ছিলেন রায়না। তবে হঠাৎ কেন আইপিএল থেকে সড়ে দাড়ালেন রায়না? এই প্রশ্নের উত্তরে উঠে আসে একাধিক জল্পনা। শোনা গিয়েছিল সুরেশ রায়না দুবাইয়ে হোটেলের নিজের ঘর নিয়ে খুশি ছিলেন না। তাঁর ঘরে ভাল ব্যালকনি ছিল না। তিনি নাকি ধোনির মতো ঘর চেয়েছিলেন। তাই নিয়ে ধোনির সঙ্গে তার নাকি ঝামেলা সৃষ্টি হয়।
তবে এই সব গুজব, ধোনির সঙ্গে তার নাকি কোনো ঝামেলা হয় নি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন রায়না। তিনি জানিয়েছেন সিএসকে বা ধোনির সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। তিনি দেশে ফিরেছেন সম্পূর্ণ ব্যাক্তিগত কারণে।
ক্রিকবাজকে রায়না বলেন ' এবারের আইপিএল থেকে চলে আসা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, এবং আমার পারিবারিক অবস্থা খারাপ ছিল আমাকে আমার পরিবারের কাছে ফিরতেই হতো। এই পরিস্থিতিতে আমার বাড়িতে থাকা জরুরি ছিল। বাড়িতে আমার পরিবারে দু’টি নিতান্তই ছোট সদস্য রয়েছে। আমার সবসময় দুশ্চিন্তা হয় যে, যদি আমার কিছু হয়ে যায়। চেন্নাই সুপার কিংসও আমার বাড়ি এবং মাহি ভাই আমার কছে খুব গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তটা আমার কাছে নেওয়া খুব কঠিন ছিল।’
তিনি আরও জানান, ‘চেন্নাইয়ের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কেউ কোনো কোনো কারণ ছাড়া সাড়ে ১২ কোটি টাকার চুক্তি ছেড়ে চলে আসে না। আমি হয়তো এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছি কিন্তু আমি এখনও আমার বয়স কম। আগামী ৪-৫ বছর চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার ব্যাপারে আশাবাদী আমি।'
এরপর পাঠানকোটে ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পাঠানকোটের ঘটনা অত্যন্ত ভয়ানক। পিসেমশাই অশোক কুমার ডাকাতদের হাতে খুন হয়েছেন। পিসি ও পিসতুতো ভাইয়েরা গুরুতর আহত। ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কোয়ারান্টাইনে রয়েছি আমি এখনও পিসির কাছে গিয়ে দাঁড়াতে পারিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct