আপনজন ডেস্ক: লাদাখে চিনা সেনাদের হাতে ২০ ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে আগেই টিকটিক সহ বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। এবার জনপ্রিয় চিনা স্মার্টফোন গেম অ্যাপ পাবজি সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার। চিনের সঙ্গে এবারও উত্তেজনা বিরাজ করছে লাদাখে। নতুন করে উত্তেজনা হওয়ায় ফের এই অ্যাপ নিষিদ্ধের ঘটনা ঘটল।
টেনসেন্ট হোল্ডিং লিমিটেড এর তৈরি চিনা মোবাইল ভিডিও গেম অ্যাপ পাবজি বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন ভিডিও গেমের মধ্যে অন্যতম পাবজি। ইতিমধ্যে ৭৩৪ মিলিয়ন ডাউনলোড হচ্ছে যার মধ্যে শুধু ভারতেই ডাউনলোড হয়েছে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি।
আরো জানা গেছে প্রতিদিন প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে পাবজির। তবে এই নিষিদ্ধ নিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক জানিয়েছে, ৬৯এ ধারায় এইসব চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। আর তা করা হয়েছে সাইবার সুরক্ষার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct