আপনজন ডেস্ক: সিরিয়ার বিভিন্ন জেল থেকে মহিলা ও শিশুসহ ১ ৮০০ ফিলিস্তিনি বন্দি নিখোঁজ হয়ে গিয়েছে। এছাড়াও জেলের ভিতরে চরম নির্যাতনের শিকার হন প্রচুর মানুষ। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংস্থার হিসেবে, সিরিয়ায় অন্তত ১ হাজার ৭৯৭ জন ফিলিস্তিনি বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ৬২০ জন বন্দি মারা গিয়েছেন।জানা গিয়েছে, গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের ভয়ে সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের অনেক পরিবারই তাদের নিখোঁজ বা নিহত হওয়া আত্মীয়দের বিষয়ে কথা বলতে ভয় পান। ৩০ আগস্ট আন্তর্জাতিক নিখোঁজ দিবসে সংস্থাটি এই তথ্য জানায়। তারা জানায়, ফিলিস্তিনি বন্দিরা প্রতিদিনই সিরিয়ার গোপন ডিটেনশন সেন্টারগুলোতে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। আর সেখানে তাদের মৌলিক চিকিৎসা সেবাটুকুও দেওয়া হচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct