আপনজন ডেস্ক: অনেক কেন্দ্রীয় মন্ত্রী কিংবা বিজেপি নেতা করোনা প্রতিরোধে নানা বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেসবকে ছাপিয়ে গেলেন তেলেঙ্গানার আবগারি বিষয়ক মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। ক্যান্সার প্রতিরোধে তিনি এবার নতুন দাওয়াই বাতলালেন। বললেন, তাল গাছ থেকে তৈরি করা তাড়ি নিয়ম করে প্রতিনিয়ত পান করলে কমপক্ষে ১৫টি রোগ পালিয়ে যাবে। এমনকী ক্যান্সার প্রতিরোধ করাও সম্ভব বলে দাবি করেন তিনি!
তেলেঙ্গানার আবগারি বিষয়ক মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় গত রবিবার জনগাও জেলার রঘুনাথপল্লী ব্লকের মান্দালাগুদেম গ্রামে স্বাধীনতা সংগ্রামী সারওয়াই পাপান্নার একটি মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে হাজির হয়ে তালগাছের ঔষধি গুণ ব্যাখ্যা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন শ্রীনিবাস গৌড়।
তিনি দাবি করেন, তালগাছ থেকে তৈরি তাড়ি কম করে ১৫টি রোগ সারাতে সক্ষম। এমনকী তাড়ি রোজ খেলে ক্যান্সারও সেরে যায়। একটা সময়ে একে গরিব মানুষের মদ হিসেবে খাটো চোখে দেখা হত, কিন্তু মার্সিডিজ বেনজ চড়ে ঘুরে বেড়ানো মানুষও তাড়ি খেতে উৎসাহিত বোধ করেন। তাই আগামী দিনে তেলেঙ্গানা সরকার তাড়ি নিয়ে আলাদা কিছু পরিকল্পনার কথা ভাবছে। ইটি মধ্যে শ্রীনিবাস গৌড়র এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct